দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়।এতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।
৬ সেপ্টেম্বর(মঙ্গলবার)দিবাগত রাতের সাড়ে তিন ঘটিকার সময় উপজেলার পশ্চিম চাম্বলের বাংলা বাজার সংলগ্ন জলদাশ পড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নি লেলিহান শিখা মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ার ফলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘরের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,জলদাশ পাড়ার মিলন দাশের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে ঘনবসতি হওয়ায় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়ি পড়ে।এতে অন্তত ৭০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ বসতঘর গুলো হলো-সমীরণ দাশ, সুকুমার দাশ,সুধীর দাশ,মৃদল দাশ,বাদল দাশ,রঞ্জন দাশ এর(২ পরিবার),রাজকুমার দাশ,সম্পদই দাশ,হরিদাশ,পরিতোষ দাশ,মধুরাম দাশ,স্বপন দাশ,রতন দাশ,সাগর দাশ এর(পাঁচ পরিবার),সমীরণ দাশ এর(দুই পরিবার) সুরেশ দাশ,মধুরাম দাশ, হরিপদ দাশ,গুরুধন দাশ,শ্রী নন্দ দাশ,সন্দা মোহন দাশ, গোলাপ দাশ এর (চার পরিবার),রামপ্রসাদ দাশ এর(চার পরিবার)
মতিলাল দাশ এর (দুই পরিবার),রাখাল দাশ,যদু রাম দাশ ও ভাটি রাম দাশ এর (তিন পরিবা) সহ সর্বমোট ৩২ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন, চাম্বল ইউপি'র বাংলাবাজারের অদূরে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাঁশখালী ইনচার্জ আযাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলার চাম্বলের বাংলা বাজার সংলগ্ন জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তৎক্ষনাৎ নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে,এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমাদের পুলিশ সদস্যরাও অগ্নি নিয়ন্ত্রণ আনতে কাজ করেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাথমিক ভাবে ৬৫-৭০ পরিবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ভস্মীভূত হওয়া ৫২ পরিবারের জন্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন,পরে জেলা প্রশাসক চট্টগ্রাম মুমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা,১ বান্ডিল ঢেউটিন,গৃহ নির্মাণ বাবদ নগদ ৩ হাজার টাকা,৩০ কেজি চাল,১৫ কেজি শুকনো খাবার ও পরিবার প্রতি ৫টি করে কম্বল বিতরণ করেন।