প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে সর্বস্ব ছাই, তীব্র শীতে খোলা আকাশের নীচে রাত পোহাচ্ছ ক্ষতিগ্রস্থরা
[মুহাম্মদ দিদার হোসাইনঃ]
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ বসতঘর পুড়ে সর্বস্ব ছাই হয়ে যাওয়াতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নং ওয়ার্ড ডিগ্রি পাড়ার অছির বাপের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. লোকমান, মোঃ দিলাল, মো. কাসেম, মো. মামুনুর রশীদ, আলী আকবর, আব্দুল জব্বার, মো.ইসমাইল, মো.মিয়া, শেয়ার আলী ও রিদুয়ানুল হক।ক্ষতিগ্রস্থ ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ক্ষতিগ্রস্থ বসতঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎ সংযোগ থাকার ফলে অগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিদ্যুত অফিসে বার বার ফোন করা হলেও কোন ধরনের সাড়া মেলেনি। পরে সরকারি জরুরী সেবা নম্বর ৯৯৯ তে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও ততক্ষণে সমস্ত মালামালসহ ১১টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে তারা।
এবিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মিযানুর রহমান বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তবে ততক্ষণে সর্বস্ব পুড়ে যায়। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কাথরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এইমাত্র আপনার কাছ থেকে শুনলাম, ইতিপূর্বে আমরা অবগত ছিলামনা, বিষয়টি খবর নিচ্ছি, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান ইউএনও।
উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্ত মালামালসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়াতে তীব্র শীতের মধ্যে বাধ্য হয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নীচে রাত পোহাচ্ছ ক্ষতিগ্রস্থরা।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত