আফনান চৌধুরী :
চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়াতে অন্তত ৫ জন আহত হয়।
১৯ জানুয়ারি (শুক্রবার) উপজেলার তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের পটিয়া থেকে বাঁশখালী অভিমুখে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী চ-ট ০৫০০০৬ নামে একটি ট্রাক তৈলারদ্বীপ ব্রীজ পার হয়ে টোল প্লাজার কাছাকাছি আসার সাথে সাথেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর টোল প্লাজার পাশে থাকা দুইটি মোটরসাইকেল চাপা দিয়ে দুমড়েমুচড়ে ফেলে। এতে ৫ জন আহত হয়েেছে। এসময় টোল প্লাজার নেইম-প্লেটটিও দুমড়েমুচড়ে ফেলেছে বলেও জানা যায়।
ঘাতক ট্রাকটি পটিয়ার পৌরসভার ১ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন এর মালিকানাধীন ট্রাক বলে জানা গেছে।
আহতরা হলেন,আনোয়ারা উপজেলার শিলাইগাড়া এলাকার মোঃ মিশকাতুল ইসলাম (২০), পটিয়ার আজিমপুর এলাকার সুফিয়া বেগম(৪৫), বাঁশখালী উপজেলার পুকুরিয়া চাঁদপুর এলাকার খালেদা বেগম (৪০), পেকুয়া উপজেলার মোঃ নাছির উদ্দীন।
তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজার ইজারাদার মোঃ আব্দুল আজিজ মেম্বার বলেন, ধারণ ক্ষমতার অধিক মালামাল বহন করে প্রতিনিয়ত বেশ কিছু ট্রাক যাতায়াত করে। এবং প্রায় সময় দূর্ঘটনা ঘটতে থাকে। যার ফলে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। এতে টোল প্লাজায় দায়িত্বে থাকা স্টাফ শ্রমিকরাও ভীতিকর অবস্থায় রয়েছি।এছাড়াও অদ্য সকাল সাড়ে ১১ টার দিকে পটিয়া থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যেই ঘটনা ঘটেছে, এতে ৫ জন আহত হয়েছে এবং ১টি অটোরিকশা ও ২ টি মোটরসাইকেল দুমড়েমুচড়ে ফেলেছে। মোটরসাইকেল দুইটির মধ্যে টোল প্লাজার জসিম উদ্দিনের ১টি, এবং মোঃ হাবিবুর রহমানের ১টি।