মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান করলেন বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাথরিয়া ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার কাথরিয়া ইউনিয়নের শীলপাড়া পূজামণ্ডপ, জেলেপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে শীলপাড়া পূজামণ্ডপে ১ লাখ টাকা এবং জেলেপাড়া পূজামণ্ডপে ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন শাহাজাহান চৌধুরী। ইতিপূর্বে আরো অন্তত ৮টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা করেন তিনি।
এসময় মোঃ মঞ্জুরুল হক, মোঃ সাদুর রশিদ সিকদার, ওমসান গণ চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান,মুন্সি শেয়ার আলী, নুরুল ইসলাম, কামাল উদ্দিন চৌধুরী রোকন, মেম্বার নুরুল আলম, মেম্বার জাফর, আব্দুল খালেক, মুন্সি আলম, জমির উদ্দিন, রশিদ আহমদ, তৌহিদুল ইসলাম, গিয়াসউদ্দিন, মোঃ ফোরকান, মোঃ ত্বোহা, মোঃ জোহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, ধর্ম যার যার এদেশ সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদেশে সম্প্রতির বন্ধনে আবদ্ধ থেকে মিলেমিশে বসবাস করছি, সেই ধারাবাহিকতায় সুখে -দুখে একে অপরকে পরস্পর সহযোগিতা করে আসছি, সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন জনপ্রতিনিধিরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দুর্গোৎসব সফল ভাবে সম্পন্ন করতে অতীতের ন্যায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও পূজা পরবর্তী সময়ে ওই এলাকায় স্থায়ী মন্দির করে দেয়ার প্রতিশ্রুতিও দেন শাহাজাহান চৌধুরী।
এসময় চেয়ারম্যান শাহাজাহান চৌধুরীসহ পার্শ্ববর্তী মুসলিম সম্প্রদায়ের লোকজন অন্যান্য বছরের তুলনায় এবছর আরো জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে দুর্গাপূজা উৎসবকে সফল ভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় সন্তুষ্ট হয়ে তাদের ভূয়সী প্রশংসা করেন শীলপাড়া পূজা কমিটির সভাপতি নিলয় শীল ও সেক্রেটারি মাস্টার জনি শীলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।