প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শীলকূপের টাইমবাজার টু গণ্ডামারা সড়কের টাইম বাজারস্থ কবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানিক টিম তাকে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী আব্দুস সত্তার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মনকিরচর এলাকার কালু চেরাং পাড়া মৃত বজল আহমদের পুত্র। সে অস্ত্র ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে গুলিসহ এক আসামীকে গ্রেফতার করার পর থানায় হস্তান্তর করেছে। পরে গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত