দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে মাষ্টার হারুন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
উপজেলা যুবলীগ নেতা হামিদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ঝন্টু কুমার দাশ, অধ্যাপক বাবলা কুমার, বাঁশখালী পৌর কাউন্সিল প্রনব কুৃমার দাশ, স্বাপন দাশ, মাস্টার সাইফু উদ্দীন, যুবলীগ নেতা হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা মোঃ রিদওয়ান, ছৈয়দুল আলম, শওকত হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দানু, এনাম, সংকর, মনছুর, ইলিয়াস, মোরশেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রালীগের নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা ২০০৭ সালের ১৬ জুলাই ওয়ান ইলেভেনের তত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দী হন। প্রায় ১১ মাস কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পান তিনি। তৎকালীন সেনাসমর্থিত সরকারের দায়ের মামলায় ২০০৭ সালে ১৬ জুলাই ধানমন্ডি বাসভবন সুধাসদন থেকে সেইদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। খুব ভোরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাঁর বাস ভবন ঘেরাও করে তাকে গ্রেফতার করেন। পরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
এতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত গেইটে দাঁড়িয়ে সেইদিন প্রায় ৩৬ মিনিট পর্যন্ত বীরের ন্যায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
Leave a Reply