দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ।
২০ অক্টোবর(বৃহস্পতিবার) বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন এর নির্দেশে থানা পুলিশ এসআই মুহাম্মদ আজিমুল হক সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্প-৫ ব্লক-জি ৫৩ এলাকার কালা মিয়ার ছেলে শামসুল আলম প্রঃ দিবিয়া(২৪)নামক একজন ইয়াবা পাচারকারী হিজড়াকে আটক করে।এসময় আটক শামসুল আলম প্রঃ হিজড়ার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন জানান,থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছয় হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।পুলিশের নিয়মিত অভিযানে এই পর্যন্ত অনেক ইয়াবা পাচারকারী পুরুষ-মহিলাদের আটক করা হলেও ওই এলাকায় কোনো সময় মাদকদ্রব্য নিয়ে হিজড়াদের কাউকে আটক করা হয়নি কিন্তু বৃহস্পতিবার অভিযানে ইয়াবাসহ যাকে আটক করা হয়েছে সে একজন হিজড়া।আটকের উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রতিক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য বাঁশখালীতে যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন ওসি কামাল উদ্দিন।মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত সফল অভিযান পরিচালনা করায় পুরো বাঁশখালী জুড়ে এখন মাদক সেবি ও সরবরাহ কারীদের জন্যে এক আতংকের নাম ওসি কামাল উদ্দিন।