মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
সম্প্রতি টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানিতে ডুবে বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ির ৫ নং ওয়ার্ডের গজনিয়া পাড়া এলাকায় মোঃ রোহান মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু বরণ করা মোঃ নোহান মিয়া ওই এলাকার মোঃ আমির হোসেনের ছেলে।
শনিবার (১৭) আগস্ট দুপুরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এছাড়াও বাঁশখালীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়াতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রতিবছরই লাখ লাখ টাকার লোকসান গুনতে হয় এলাকার হাজার হাজার কৃষক পরিবারের মানুষকে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি এখনো, টানা বৃষ্টির ফলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার, গণ্ডামারা, বড়ঘোনা, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, সরল, জলদি, পৌরসভা, বৈলছড়ী, কালীপুর, সাধনপুর, বাহারচড়া, খানখানাবাদ, কাথরিয়া, পুকুরিয়ার বিভিন্ন অঞ্চল পানি প্লাবিত হয়ে গেছে। এতে পুরো বাঁশখালীর গ্রামীণ জনপদে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
গণ্ডামারা এলাকার বেশ কয়েকজন লোকের সাথে সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা মাছের ঘোনার নামে অধিকাংশ পানি নিষ্কাসন পথ (কালভার্ট) বন্ধ করে রেখেছে, যার ফলে বৃষ্টির পানিতে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। কৃষি পরিবারের মানুষ গুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, তবুও প্রভাবশালীরা পানি নিষ্কাসন পথ গুলো খোলে দিচ্ছেনা।পানি নিষ্কাসন ব্যবস্থা যথাযথ ভাবে উম্মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।
Leave a Reply