দিদার হোসাইন,স্টাফ রিপোর্টঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারার ৩ নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২/১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
১১ সেপ্টেম্বর(রবিবার)সকাল ১১ টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিলার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।এতে ওই এলাকার জমির হোসেন,তাঁর ছেলে নবী হোসেন চৌকিদার,মোঃ ইউসুফ,গুরামিয়া সহ ৭ বসতঘর,জাফর আহমদ,আব্দুর রশিদ ও মোহাম্মদ কালু সহ ৪ পরিবারের বসতঘর সহ প্রায় ১২/১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকাল ১১ টার দিকে হঠাৎ করে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়ি পড়ার ফলে স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন,ফরিদ,নজরুল,আলি হোসেন বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারিক সুত্রে আমরা জানতে পেরেছি,এতে ১০-১২ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এব্যাপারে ৩ নং ওয়ার্ডের চৌকিদার নবী হোসেন বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নি কাণ্ডের সুত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।আমি উপজেলাতে ছিলাম বাড়িতে থেকে ফোন দিয়ে আমাকে বলছে আমার বসতঘর সহ প্রায় ১২-১৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নবী হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন যে তার পাঁচ ভাইয়ের বসতঘর এবং চাচা-জেঠাদের বসতঘর সহ অন্তত ১০/১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক হবে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের নবী হোসেন।