বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে খোরশেদ আলমকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ মর্মে ঘোষণা দেন নেতারা।শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টার হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কা চেয়ারম্যান প্রার্থী মোঃ খোরশেদ আলম।
এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সদস্য আবু সৈয়দ, জাহেদ আকবর চৌধুরী জেবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালীর সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, গণ্ডামারা ইউনিয়ন সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিউল আলম, ছনুয়া ইউনিয়ন সভাপতি মোঃ আলমগীর, শেখেরখীল ইউনিয়ন সভাপতি আবুল হোসেন ভুট্টো, সাধারণ মুজিবুর রহমান, সরল ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, কালীপুর ইউনিয়ন সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক বেদার আহমদ, পুঁইছড়ি ইউপি সভাপতি আকবর আহমদ, সম্পাদক মাস্টার প্রকাশ দাশ, বাহারচড়া সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, শীলকূপের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, চাম্বলের সাধারণ সম্পাদক নুর হোসেন তালুকদার, খানখানাবাদ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ২ সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমকে (দোয়াত কলম) মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার দৃঢ প্রতিজ্ঞা ব্যক্ত করেন, আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (খোরশেদ) কে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করতে বাঁশখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এই প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, বাঁশখালীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছে খোরশেদ আলম, তাই বাঁশখালী আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীরা যেনো পরিবারের সদস্যদের নিয়ে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে খোরশেদ আলমকে জয়যুক্ত করেন এই আশা ব্যক্ত করেন বক্তারা।
সভার সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল গফুর, তিনি বলেন, বাঁশখালীর বর্তমান সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির নির্দেশে এই প্রস্তুতি সভা, খোরশেদ আলম আওয়ামী লীগের দূর্সময়ের নেতা, তাঁকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ৫ জুন তাঁর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ যেনো ঘরে না ফিরে যায়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের আগামী প্রতিষ্ঠা বার্ষিকী বাঁশখালীতে সাংসদ মুজিবুর রহমান সিআইপি (এমপি)র নেতৃত্বে উদযাপন করার মর্মে ঘোষণা দেন আব্দুল গফুর।