আফনান চৌধুরী, বাঁশখালী :
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন স্বৈরাচার শেখ হাসিনা। টানা ৩৬ দিনের আন্দোলনে রাজপথে স্বৈরাচার বিরোধী স্লোগান যেমন হয়েছে, তেমনি হয়েছে দেয়াল লিখন। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ তাদের কর্মসূচি অনুযায়ী সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছিল।সারাদেশে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালগুলোতে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জান্থি ‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই, ‘স্বৈরাচার নিপাত যাক’ সহ নানা প্রতিবাদী স্লোগান দেয়ালে লিখেন শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালে ছাত্রদের মনের ভাষা প্রকাশ করছিলেন সর্বস্তরের ছাত্ররা।সেই মনের ভাষার উপর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ‘জয় বাংলা‘ লিখেছেন স্থানীয় ছাত্রলীগে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন।
‘জয় বাংলা‘ লিখনের প্রতিবাদে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বাংলাদেশ জামায়াতে ইসলামি পুকুরিয়া ইউনিয়ন শাখা ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে অবহিত করেন এবং প্রশাসনের উপস্থিতিতে দেয়ালে পাল্টা ‘জয় বাংলা ‘ স্লোগানের উপর যুক্ত করেন এটা নিষিদ্ধ সংগঠনের স্লোগান, এটা খুনিদের স্লোগান, এটা ফ্যাস্টিটদের স্লোগান, এটা জুলাই হত্যাকারীদের স্লোগান এভাবেই লিখতে থাকেন তাদের জুলাইয়ের স্মৃতির ঐতিহ্যের উপর।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল হাসান,আবু নাসের,ফোরকানুল হক ও হানিফ জানান,আমরা জীবনের মায়া ত্যাগ করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা’র বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং আমাদের স্মৃতি ও মনের ভাষা দেয়ালে লিখে যে প্রতিবাদ করেছিলাম তা সংরক্ষণের দায়িত্ব আমাদের একার নয় শুধু এটা মুক্তিকামী সকল মানুষের, সকল সামাজিক সংগঠনের এবং সকল রাজনৈতিক দলের। আমাদের জুলাইয়ের স্মৃতির উপর আওয়ামী লীগ,অঙ্গসংগঠন ও বাংলাদেশের নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘জয় বাংলা‘ লিখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু করে দিয়েছে, ওরা মুছে দিতে চাই আমাদের হাজারো শহীদের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সকল স্মৃতি ও ঐতিহ্য। এটার বিরুদ্ধে আমরা প্রশাসনকে অবহিত করছি এবং তাদের উপস্থিতি আজকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছি।আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি, অনতিবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।
রামদাস হাট পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শরীফুল জানান,দেয়ালে ‘জয় বাংলা‘ লিখা হয়েছে। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের কে জানান আমরা সরাসরি গিয়ে তা পরিদর্শন করি।আমরা দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য এই দেশের জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দায়িত্বে আমরা সবসময় নিয়োজিত আছি ও থাকব।আমরা অতি দ্রুত কে বা কারা লিখেছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব।
Leave a Reply