প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
বাঁশখালীতে তিন দিনের অভিযানে ১৫০টি মোটরসাইকেল ট্রাফিক পুলিশে জব্দ
মুহাম্মদ দিদার হোসাইন, (দৈনিক সবুজ বাংলা)
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঁশখালীতে টানা তিন দিনের ১৫০ টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৫ জুন।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে ৫জুন অনুষ্ঠিতব্য বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের অবাধ বিচরণ বন্ধে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মোটরসাইকেল আটক অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। ১ জুন শনিবার সকাল থেকে ৩ জুন (সোমবার) বিকেল ৫ পর্যন্ত বাঁশখালী উপজেলা সদরে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ হাসান ও ট্রাফিক সার্জেন্ট রেজাউল করিমের নেতৃত্ব ট্রাফিক পুলিশের একটি আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করেছে।
এতে টানা তিন দিনের অভিযানে মোটরসাইকেল ১৫০ টি মোটরসাইকেল আটক করা হয়, তন্মধ্যে মোটরসাইকেলের কোনো ধরনের কাগজপত্র না থাকায় এই পর্যন্ত ১৫ টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
ট্রাফিক ইন্সপেক্টর মোঃ হাসান বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে নির্বাচনী এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে, সন্ত্রাসীদের অবাধ বিচরণ বন্ধে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে এইপর্যন্ত ১৫০ টি মোটরসাইকেল আটক করা হয়েছে, তন্মধ্যে এইপর্যন্ত ১৫ টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আটক মোটরসাইকেল গুলোর প্রয়োজনীয় কাগজপত্র জেলা ট্রাফিক জোনে গিয়ে দেখাতে পারলে তারা ফেরত পাবেন। এই অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত