1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সহ-সভাপতি এড.বোরহান এবং সাধারণ সম্পাদক অসীমা দেবী বাঁশখালীতে জোরপূর্বক দোকান দখল, ফিরে পেতে প্রবাসীর আকুতি বাঁশখালীতে দেয়ালে জুলাই স্মৃতির গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ লিখার প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন বাঁশখালীর দ.জলদী হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঁশখালীতে উপদেষ্টা হাসান আরিফের স্মরণ সভায় সিটি মেয়র ডা. শাহাদাত বাঁশখালীর গুনাগরীতে গ্রীণ ল্যাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী প্রেসক্লাবের কমিটি গঠিত, সভাপতি শফকত চাটগামী, সম্পাদক আবদুল মতলব বাঁশখালীর কাথরিয়ায় স্বপ্নতরী ওয়ার্ড অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত মাওলানা কাজী নাজিমুদ্দিন ফারুকীর মৃত্যুতে পুকুরিয়া জামায়াতের শোক বাঁশখালীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক” তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত

বাঁশখালীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক” তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের নির্দেশনায় সারাদেশের ন্যায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এপ্রতিপদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্য উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ জানুয়ারি) উপজেলার কাথরিয়া- বাগমারা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন পরিষদ পেনেল চেয়ারম্যান বাদশাহ মিয়ার সভাপতিত্বে আয়োজিত তারুণ্য উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

কাথরিয়া ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা মো. আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাথরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার নুরুল কবির, সেক্রেটারি মাওলানা মো.ইদ্রিস, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ আজগর হোসাইন, মাওলানা হেফাজ উদ্দিন, কাথরিয়া -বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ওবায়দুল্লাহ  এডভোকেট মিজানুর রহমান,উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. হামিদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতলব কালু, ক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সদস্য সাংবাদিক মো. এরশাদ, মাওলানা আবু ফজল, মো. ফোরকান, মো. গিয়াস উদ্দিন, ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম (জায়েদ), জমিরউদ্দীন, মো.ইউসুফ, ছাবের আহমেদ, সৈয়দ আহমেদ, আবু তালেব, কামাল হোসেন ও ইউপি সদস্যরাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

তারুণ্য উৎসব অনুষ্ঠানে তরুণদের পক্ষে ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম জায়েদ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণদের বিকল্প নেই, যে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস হাসিনার পতন ঘটিয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস এর নেতৃত্বাধীন সরকার একটি উন্নত ও স্বনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে সারাদেশে তরুনদের মতামত যাচাইয়ের লক্ষ্যে তারুণ্যের উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে এই আয়োজন। তাই আয়োজন থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে আরও বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে হবে, মেধা ও দক্ষতার মুল্যায়ন, তরুনদের মেধা ও দক্ষতা যাচাই করতে এবং দক্ষ নেতৃত্ব তৈরি করতে প্রতিটি ইউনিয়নে তরুণদের নিয়ে কর্মশালার আয়োজন, মাদকমুক্ত সমাজ গঠন, টেকসই কৃষি উন্নয়ন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে চিকিৎসক নিয়োগ করা, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে পরিষদ থেকে দূর্নীতিবাজদের অপসারণ, জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -জনতার উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা, উপজেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরে ও সরকারি বিভিন্ন দপ্তরে এখনও পর্যন্ত বসে থাকা আওয়ামী দোসরদের প্রত্যাহার করা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত করতে তাদেরকে ক্রীড়ামুখী করতে হবে।

এসময় তারা আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর নেতৃত্বাধীন সরকার দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, দীর্ঘ সতেরো বছরের আওয়ামী দুঃশাসন আমলে লুটপাট, খুন, গুম, জুলুম নির্যাতন, দূর্নীতি ও অনিয়মে পুরো দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তার্জিত গণবিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী স্বৈরশাসক পতনের পর দেশ ও জাতির ক্লান্তিকর পরিস্থিতিতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ড.মো. ইউনুস এর নেতৃত্বাধীন সরকার দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন। একটি উন্নত ও স্বনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন তা করতে  ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে তরুণদের সহযোগিতার কথাও বলেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park