মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ও পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই (বুধবার) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
ভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসাব উদ্দীন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাউদ্দীন কামাল, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী, গন্ডামারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে দুইজন সফল মৎস্য চাষীকে বিশেষ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দেশের উন্নয়নের জন্যে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ দিক, আর সরকার মৎস্য চাষিদের জন্য নানা সুযোগে সুবিধা ও সহযোগীতা করে যাচ্ছে। সরকারের চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে দেশব্যাপী একশ্রেণির স্বার্থান্বেষী মহল সন্ত্রাস, নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে।