1. admin@dainiksabujbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর গুনাগরী খাসমহলে প্রশাসন পরিচয় দিয়ে তরমুজ ব্যবসায়ীর উপর হামলা করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা বাঁশখালীর চাম্বল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন সাংবাদিক মিজান বিন তাহেরের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ বাঁশখালীর গুনাগরীতে তৈয়ব মার্কেট সিঙ্গার শো-রুম উদ্বোধনী অনুষ্ঠিত বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ইফতার মাহফিল সম্পন্ন আবুধাবীতে যুবদল আবুধাবির উদ্যোগে ইফতার ও নবগঠিত কমিটির আলোচনা সভা সম্পন্ন বাঁশখালীর কালীপুর বিএনপির ইফতার মাহফিল জনসভায় পরিণত বাঁশখালীতে দারুল কারীম মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার  উদ্যোগে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ)  বিকালে বাঁশখালী গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত  ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, প্রধান বক্তা ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোঃ ইমন সৈয়দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম  দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা  জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল। এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর ডা. আমজাদ হোসেন, নাগরিক পার্টি বাঁশখালী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ।

জাতীয় নাগরিক কমিটির বাঁশখালী উপজেলার সাকিবুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, আব্দুর রহমান, রিয়াজ উদ্দিন, আবরারুল করিম, নিহাল উদ্দীন প্রমূখসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বাঁশখালীর গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭১ এর সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪ এর জুলাই গভঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, ১৯৭১ সনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত মহান স্বাধীনতাকে যুগে যুগে স্বৈরাচাররা কলুষিত করে আসছিল, এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, গুম, অপহরণ, মিথ্যা ও হয়রানি মুলুক মামলা দিয়ে দমন নিপীড়ন চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, নাগরিক অধিকার হরণ করে দেশে এক নায়কতন্ত্র ও বৈষম্যে রাজত্ব কায়েম করেছিলো, সর্বশেষ আওয়ামী স্বৈরাচার সরকার প্রধান ফ্যাসিস্ট হাসিনা বাহিনীরা স্বৈরাচার সরকারের মসনদ টিকিয়ে রাখতে বিগত সতেরো বছর যাবত, গণহত্যা, খুন, গুম, অপহরণ, অর্থপাচার, লুটপাট, অনিয়ম, দূর্নীতি, ভোটাধিকার হরণ, নাগরিক অধিকার হরণ, বাকস্বাধীনতা হরণ ও বৈষম্যের রাজত্ব কায়েম করেছিলো, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদেরকে গণহত্যায় মেতে উঠেছিল সে স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা। 
আইনের পোশাক পরিহিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে গণহত্যা চালিয়েছে খুনি হাসিনা, কিন্তু আওয়ামী স্বৈরশাসকে পেটুয়া বাহিনীরা ফ্যাসিস হাসিনা ক্ষমতাকে ধরে রাখতে পারেনি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়েছে খুনি হাসিনা, পালিয়েছে তার লাটরাজ এমপি মন্ত্রীরাও। তবে এখনো পর্যন্ত প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরে সেই স্বৈরাচারের দোসররা বসে আসে। তারা এখনো পর্যন্ত অনিয়ম -দূর্নীতিতে ব্যস্ত রয়েছে। বিদেশের মাটিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী দোসররা, তাদের চিহ্নিত করে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যমুক্ত, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজ, দখলবাজ, লুটরাজ, অনিয়ম -দূর্নীতি ও মাদকমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাকর্মীরা সারাদেশের জেলা-উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অবহেলিত বাঁশখালীকে একটি মডেল বাঁশখালী বিনির্মানের লক্ষ্যকে সামনে নিয়ে এনসিপি পার্টির অগ্রযাত্রাকে জানান দিতে আজকের এই আয়োজন। 
এসময় দুঃখ প্রকাশ করে বক্তারা আরো বলেন, আওয়ামী স্বৈরাচার পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে কিছু মানুষ নতুন ভাবে দূর্নীতি -অনিয়ম ও চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে, তাদের সকল অপকর্মের বিরুদ্ধে লিখনির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে সকল গণমাধ্যমকর্মীদেরকে আহ্বান জানান তারা। যাতে কোন অপশক্তি শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করার দুঃসাহস না করে। আর দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষায় এনসিপির অগ্রযাত্রাকে গতিশীল করতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park