1. admin@dainiksabujbangla.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী কোকদন্ডীর শত শত বছরের প্রাচীনতম কবরস্থানের ঐতিহ্য সমুন্নত রাখতে মুরব্বিদের ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর কালীপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী সম্পন্ন বাঁশখালীর গুনাগরী খাসমহলে প্রশাসন পরিচয় দিয়ে তরমুজ ব্যবসায়ীর উপর হামলা করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা বাঁশখালীর চাম্বল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন সাংবাদিক মিজান বিন তাহেরের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ বাঁশখালীর গুনাগরীতে তৈয়ব মার্কেট সিঙ্গার শো-রুম উদ্বোধনী অনুষ্ঠিত বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ 
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় মিনু আক্তার (৩৫) নামে এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। নিহত মিনু আক্তারের স্বজনদের দাবি, স্বামী -স্ত্রীর মধ্যে পারিবারিক কহল থাকার জেরে স্বামী ফরিদুল আলম ছুরিকাঘাত করে মিনু আক্তারকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ভোর রাতে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পশ্চিম ইলশার ৮ নং ওয়ার্ড শেওলা বাপের বাড়িস্থ নিহতের বাপের বসতঘরে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, বিগত ১৫ বছর আগে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের কালু ফকিরের বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলম (৪২) এর সাথে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার গ্রামের অজি আহমদের কন্যা মিনু আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিবাহের পর কয়েক বছর সাংসারিক জীবন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হলেও বিগত কয়েকবছর যাবত বিভিন্ন কারণে-অকারণে স্বামী -স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল, তবে স্বামী ফরিদুল আলম মোবাইল ব্যবসা করার সুবাদে চট্টগ্রাম শহরে থাকেন বলে জানা গেছে। মাঝে -মধ্যে বাড়িতে আসতেন ফরিদুল। শুক্রবার ভোর রাতে ফরিদুল আলম শহর থেকে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় চোখে ছুরিকাঘাত করায় ব্যাপক রক্তক্ষরণ হওয়ার ফলে হাসপাতালে নেয়ার পথে মিনু আক্তারের মৃত্যু হয়।

অপরদিকে ফরিদুল আলমের স্বজনদের দাবি, ফরিদুল আলম শহর থাকেন, আর মিনু আক্তার ছিলেন তার বাপের বাড়িতে, শহর থেকে শ্বশুর বাড়ি গিয়ে যদি ফরিদুল তার স্ত্রীকে ছুরিকাঘাত করে থাকে তাহলে এতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফরিদুল আলম পালিয়ে যাওয়ার সুযোগ পেলো কিভাবে, তা নিয়ে পুরো এলাকাজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ফরিদুল আলম তার স্ত্রীকে ছুরিকাঘাত করে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বজনরা তাকে ধাওয়া করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানাধীন বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মজনু মিয়া জানান, মিনু আক্তারের বাপের বাড়িতে এসে স্বামী ফরিদুল আলম তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় চোখে ছুরিকাঘাত করেছে বলে নিহতের পরিবার সুত্রে অভিযোগ পেয়েছি। ঘাতক ফরিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park