মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের বরণ উপলক্ষে বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে স্মরণ করেন নেতারা।
স্মরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ সকল বীর শহীদদের।
সোমবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার
শীলকূপ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ডা. মোঃ ইউনুসের সভাপতিত্বে বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী রেজা, উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ মহসিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম আয়ুব।
শীলকূপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী সওদাগরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শীলকূপ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুস, থানা যুবদল সদস্য সচিব মোঃ রাশেল চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোঃ ফরহাদুল ইসলাম, যুবদল নেতা মোঃ শাহেদুল ইসলাম, মোঃ তোফায়েল, জুনায়েদ, মামুন, মোঃ আব্দুল মালেক, নুর মোহাম্মদ প্রঃ পুতু মেস্ত্রি, মোঃ দেলোয়ার, আবু তৈয়ব, কাদের হোছাইন,মোঃ হেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির দূর্সময়ে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী নেতাকর্মীদের নিয়ে আওয়ামী স্বৈরশাসকের নানা অপকর্মের বিরুদ্ধে বিএনপি দলীয় হাইকমান্ডের নির্দেশনায় প্রতিটি কর্মসূচি পালনে মাঠে-ময়দানে ছিলেন। তিনি ছিলেন বাঁশখালী বিএনপির দূর্সময়ের অভিভাবক। তাঁর মৃত্যুর পরবর্তী সময়েও বাঁশখালী বিএনপির নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল জাফরুল ইসলাম চৌধুরীর পরিবার। বাঁশখালীতে বিএনপি মানি জাফরুল ইসলাম চৌধুরী ও তাঁর পরিবার। আমরা বিগত ১৭ বছর ধরে শান্তিতে ঘুমাতে পারিনি। কোথাও মিটিং মিছিল করতে পারিনি। আজকে ছাত্র-জনতার গণ আন্দোলনে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি । এই অর্জন যেন ধ্বংস না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির পক্ষে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। বিএনপির নামে কেউ চাঁদাবাজি, জায়গা জমি দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা। দল এখনো ক্ষমতায় আসেনি। আমাদেরকে জনগনের আস্থা ধরে রাখতে হবে। বিএনপিই জনগনের ভোটে আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানের শেষপর্যায়ে কারা নির্যাতিত ১৬ জন এবং ১৪ জন রেমিট্যান্স যোদ্ধাসহ মোট ৩০ জনকে সম্মান ক্রেস্ট ও সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply