মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে একইদিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২২ মে (বুধবার) সকাল ৮ টায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মধুখালী ইসহাক মুন্সি বাড়ির আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এর মেয়ে রোমাইসা (২) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়। একইদিনে দুপুর ১ টার দিকে পৌরসভার উত্তর জলদি ৪ নং ওয়ার্ড এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আবির নামে ২ বছর বয়সী আরো এক শিশু মৃত্যু বরণ করায় একই দিনে বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, সকালে ৮ টার দিকে ছনুয়া ইউপির ২ নং ওয়ার্ডের মধুখালি এলাকার ইসহাক মুন্সির বাড়ীর আব্দুল্লাহ আল মামুন প্রঃ ফয়সালের মেয়ে পরিবারের সকলের অগোচরে পুকুরে পড়ে যায়, এতে অনেক খোঁজাখুঁজি পর পানিতে ভাসমান অবস্থায় দেখেতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে চাম্বল জেনারেল হাসপাতাল লিঃ নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শিশু রোমাইসাকে মৃত ঘোষণা করেন। একই ভাবে পুকুরে পড়ে যায় উত্তর জলদি এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ আবির, এতে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আবিরকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আবিরকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস জানান, মোঃ আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে পৌঁছার আগেই শিশুটি মারা গেছে বলে জানান তিনি।