দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা পাচারকারী এক মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।এসময় আটকদের কাছ থেকে ২ হাজার,৬'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
২৮ অক্টোবর(শুক্রবার) সন্ধ্যা সাতটা নাগাদ বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিণে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন থানা পুলিশ এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স সদস্যরা।
অভিযানকালে এক মহিলা সহ ৩ জন ইয়াবা পাচারকারী চক্র সদস্যকে আটক করেছে পুলিশ।এসময় আটকদের কাছ থেকে ২ হাজার,৬'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
আটকরা হলেন,কক্সবাজার জেলার টেকনাফ থানার গোদারবিল সাকিনস্থ ৬ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ এর স্ত্রী মলহা বানু প্রঃ মালেকা বানু(৪৪),একই জেলার মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের হারিয়ারছড়া সাকিনস্থ ২ নং ওয়ার্ড এলাকার মৃত্যু নুরুল ইসলাম এর ছেলে মুহাম্মদ মোর্শেদ(৩৫),এবং একই এলাকার আবুল বশর এর ছেলে মোঃ করিম (২৫)।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ হাজার ৬'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এক মহিলা সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ।আটকদের বিরুদ্ধে উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।