আফনান চৌধুরী :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া নতুন পাড়া মসজিদ-এ-মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার ৬ষ্ঠ তম সীরাতুন্নবী মাহফিল ও আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৫,১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুকরিয়া নতুন পাড়া মসজিদ-এ-মদিনা মাঠে আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কেরাত মাহফিল ও সীরাতুন্নবী মাহফিলের সমাপনী দিন অনুষ্ঠিত হয়।
সীরাতুন্নবী(সাঃ) মাহফিলের প্রথম অধিবেশনে পুকুরিয়া মোখলেছিয়া এমদাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মাওলানা নুর আহমদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। এ সময় সীরাতুন্নবী মাহফিলে বক্তা হিসেবে তাকরীর পেশ করেন মাওলানা তারেক মনোয়ার, মাওলানা মুফতি হারুন ইজহার, মাওলানা মুফতি আমির হামজা, ড. মাওলানা আবুল কালাম (বাশার), মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ, ড. বি'এম মফিজুর রহমান আল আজহারী।
সংগীত পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক (ঢাকা), পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ এদিন আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায়, পীরে কামাল হযরত মাওলানা ইসহাক হুজুরের আখেরী মুনাজাতে প্রথম অধিবেশন সমাপ্ত হয়।
অপরদিকে ক্বেরাত মাহফিলের দ্বিতীয় অধিবেশনে মাওলানা ক্বারী আবদুস সামাদ ও ক্বারী অলিউল্লাহ'র সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আউলাদে রাসুল (সাঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। আলোচক ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ, ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় কেরাত মাহফিলে পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), ক্বারী আহমদ হিজা (তানজানিয়া), ক্বারী ছবরুদ্দীন আব্দুর রহমান রহীম (ইন্দোনেশিয়া), ক্বারী আব্দুল হাফিজ আদ্দরুনকি (মিশর), ক্বারী সৈয়দ সাদেক মুসল্লমি (ইরান), মাওলানা ক্বারী আহমুদুল হক বাংলাদেশ।
এ সময় কুরআনের পাখিদের সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াতে বিমোহিত জনতার আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। জাগ্রত হয়ে ওঠে তৌহিদি জনতা। এ আন্তর্জাতিক কেরাত মাহফিলে হাজার হাজার তৌহিদি জনতার ঢল পরিলক্ষিত হয়। আলেম-ওলামাদের পাশাপাশি ধর্মপ্রাণ জনতা কুরআনের পাখিদের গগণবিদারী তেলাওয়াতের সুরের মূর্ছনায় আবেগাপ্লুত হয়ে ওঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন, পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার,পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ, ইউপি সদস্য মনিরুল মান্নান,সিরাজুল হক,ফারুকুজ্জামানসহ এলাকার নানান শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পবিত্র আল কুরআনের সুমধুর তেলাওয়াত ও দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাদের তাকরীর শোনার জন্য এসে মাহফিলের সৌন্দর্য করাই এবং শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নতুন পাড়া ছাত্র সংঘের প্রাক্তন, বর্তমান সদস্য ও উপদেষ্টা ও বিভিন্ন সমাজসেবী, মানবিক সংগঠনের অক্লান্ত পরিশ্রমে ২দিন ব্যাপি এই ধর্মীয় জলসাকে সফল ও সার্থক করার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।