চট্টগ্রামের বাঁশখালীতে আসছেন বন্দর নগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভার কেয়ার হসপিটালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক।
আগামী বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার চাম্বলস্থ বাঁশখালী জেনারেল হাসপাতাল কমপ্লেক্সে রোগী দেখবেন তাঁরা।
এভার রেকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন- ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ তারিক বিন আব্দুর রশিদ। যিনি কার্ডিওভাসকুলার রোগ নির্ণয় ও চিকিৎসার অভিজ্ঞতার সাথে হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি এবং তাঁর রোগীদের শীর্ষ স্তরের যত্ন প্রদানের জন্য খুবই নিবেদিত।
অপরজন হলেন, নেফ্রোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডাঃ টিপু কুমার দাশ। তিনি একজন অতান্ত দক্ষ নেফ্রোলজিস্ট, কিডনি রোগ পরিচালনার ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগটি উচ্চমানের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের চলমান প্রতিশ্রুতির একটি অংশ। এই সফরের লক্ষ্য বাঁশখালীর বাসিন্দাদের বিশেষত হৃদরোগ এর ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা। যা হৃৎপিণ্ড ও কিডনির স্বাস্থ্য পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোগীরা তাদের থেকে হার্ট ও কিডনি সংক্রান্ত যেকোন সমস্যার চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। সিরিয়ালের এর জন্য যোগাযোগ করুন ০১৩২২৮৩৯৮৯২নাম্বারে।
জানা যায়, চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার- স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার একটি হসপিটাল। এখানে থাকছে ২৪/৭ জরুরী বিজগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার পুনাস্থান পূরণে সক্ষম। ৪ লক্ষ ৬২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হসপিটালটিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে।
Leave a Reply