মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
সরকার পতনের ঘোষণা আসার সাথে সাথেই সারাদেশের ন্যায় উল্লাসে মেতে উঠেছে জনতা, আনন্দ মিছিল আর মিছিলে মুখরিত পুরো এলাকা, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশিতে তৈলারদ্বীপ সেতুর টোলমুক্ত করলো উৎসক জনতা।৫ আগস্ট (সোমবার) দুপুরে সরকার পতনের খবর আসার সাথে সাথেই বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে বেরিয়ে আসে উৎসক জনতা। খালি হয়ে গেছে প্রায় মিষ্টির দোকান, উম্মুক্ত করা হয়েছে তৈলারদ্বীপ সেতুর টোল। শ্লোগানে শ্লোগানে মুখরিত পুরো বাঁশখালী, মিছিলে অংশ নিয়েছে প্রত্যেক পেশার মানুষ। চট্টগ্রামের ভাষায় স্লোগানে বলছে (বদ্দিন হাইয়ো আন্না হাইয়ো) এমন স্লোগানে মূখরিত পুরো এলাকা।
কেউ কেউ বলছে, এই বিজয় ছাত্রজনতার রক্তার্জিত পূর্ণ স্বাধীনতার বিজয়, এই বিজয়, ১৬ বছর যাবত নিপিড়নের স্বীকার ১৬ কোটি মানুষের বিজয় আখ্যা দিয়ে উৎসক জনতা স্লোগানে আরো বলেন, ভারত যার বাবার বাড়ী, পালিয়েছে সে বাঙলা ছাড়ি, (চোর চোর যতো চোর শেখ হাসিনা লাশ চোর) এইসব স্লোগান নিয়ে মিছিল করেন জনতা,বেশ কয়েকজন মিষ্টির দোকানিরা জানান, আমরা অতিরিক্ত মিষ্টি সংগ্রহ করিনাই, প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ভাবেই মিষ্টি সংগ্রহ করেছি, কিন্তু হঠাৎ করে সরকার পতনের খবর আসার সাথে সাথে মিষ্টি কিনতে শুরু করেছে মানুষ। একপর্যায়ে সব মিষ্টি শেষ হয়ে যাওয়াতে আর মিষ্টি দিতে পারছেনা দোকানিরা।
Leave a Reply