দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২ টায় বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পুকুরিয়া ইউপির ১ নং ওয়ার্ডে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার আটক করা হয়।
এসময় বালু ড্রেজার মালিক আনোয়ারা উপজেলা মৃত্যু আবুল কাশেম এর ছেলে মোঃ শাহিন (২৬) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারের মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
Leave a Reply