[আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও সন্ত্রাসবাদ দমনে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও “অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে আসছে পুলিশ, গ্রেফতার আতংকে অপরাধীরা]
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে “অপারেশন ডেভিল হান্টে” সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) গোপন সংবাদ পেয়ে বেলা দেড়টা থেকে উপজেলার পুঁইছড়ি, ছনুয়া ও বাহারচড়ার রত্নপুর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় ও বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের তত্ত্বাবধানে থানা পুলিশ এএসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে পুঁইছড়ি ইউপির পশ্চিম পুঁইছড়ি ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নাজিম উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ।
একইদিনে এসআই শাখাওয়াত হোসেন এবং এসআই ইমাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাশকতা মামলার আসামীরা হলো-
বাহারচড়া ইউপির ৬ নং ওয়ার্ড চাপাছড়ি এলাকার হারুন রশীদের পুত্র মোঃ রুবেল (৩৪), একই ইউনিয়নের রত্নপুর এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র মোঃ কোরবান আলী (৪২) এবং ছনুয়া ইউপির আবালখালী গ্রামের খুদুকখালী এলাকার মাহবুবুর রহমানের পুত্র মোঃ আব্দুল গফুর (৪৮)কে গ্রেফতার করেছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের পৃথক পৃথক অভিযানে নাশকতা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁশখালীতে যোগদানের পর থেকে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে একেরপর সফল অভিযান পরিচালনা করে আসছে ওসি সাইফুল ইসলাম। এরই মধ্যে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বাঁশখালীতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply