দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে পরিদর্শন শেষে ৭০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।এতে পরিবার প্রতি ২৫ কেজি চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাছান চৌধুরী জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান, শাখা পরিচালক সারওয়ার আলম, সহকারী পরিচালক রাজিবসহ ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ বলেন,বাঁশখালীর চাম্বলের জলদাশ৷ পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক সাথে এত গুলো পরিবার সহায় সম্বল হারানো দেশে বিরল। মানবিক মূল্যবোধ থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়িছে জিবি ফাউন্ডেশন নামক আমাদের এই মানবিক ফাউন্ডেশনের সদস্যরা।
এসব ক্ষতিগ্রস্তদের পাশে প্রত্যক সামর্থবান মানুষের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশ সহযোগিতার হাত বাড়ানোর জন্যে সমাজের সকল সামর্থ্যবানদের প্রতি আহবান জানান তিনি।