মুহাম্মদ দিদার হোসাইনঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত অঞ্চলের বন্যার্তদের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অর্থ সহায়তা হিসেবে ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)’র হাতে এ অর্থ সহায়তার চেকটি হস্তান্তর করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোঃ দিদারুল আলম, সদস্য মোঃ আবু তাহের, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল গফুর ও বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোঃ হান্নান প্রমূখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হেফাজ উদ্দিন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে বন্যা কবলিত অঞ্চল গুলোতে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গৃহহারা হয়ে পড়েছে বন্যা কবলিত অঞ্চলের লাখ লাখ মানুষ।
এমতবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৮০ হাজার টাকার অর্থ সহয়তা চেক প্রদান করা হয়েছে।
Leave a Reply