মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
আনোয়ারায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ওরশে গাউছে পাক (রহ:) উদযাপন উপলক্ষে ১৪তম বিশাল সুন্নি কনফারেন্স মাওলানা মোজাহেরুল ইসলামের সঞ্চালনায় বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর ছাহেব এর সভাপতিত্বে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সুন্নি কনফারেন্সে উদ্বোধক ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুর রহিম। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর চেয়ারম্যন, হযরাতুলহাজ্ব আল্লামা ছৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী (মা:জি:আ:)।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামা’আত কো -চেয়ারম্যন শায়খুল হাদিস
অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এম,এ কাইয়ুম শাহ।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন, মাওলানা কাজী আবদুল হান্নান ,মাওলানা ইব্রাহিম ,মাওলানা লুকমান হাকিম হেলালী, এইচ এম মুজিবুল হক শাকুর, স,ম,হামেদ হোসাইন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন রাসুল (স:) পৃথিবীতে আগমন মুসলীম জাহানের জন্য কল্যাণকর ও খুশির। এই খুশি উদযাপনই হলো ঈদে মিলাদুন্নবী।
আল্লাহতায়ালা তার প্রিয় বন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বক্তারা তাদের বক্তব্য রাসুল( স:) এর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন।