দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া রেজভীয়া ছিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়।
২০ মার্চ (সোমবার) মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।এসময় উপস্থিত ছিলেন,খানখানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার,ইউপি সদস্য মোঃ নুরুল হক,মোঃ হারুনুর রশিদ ও আনোয়ারুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষা খাতকে সৃজনশীল ও প্রগতিশীল করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নতি করণে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে,তারাই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি পৌঁছে দিচ্ছে,পাশাপাশি শিক্ষকদের কথা বিবেচনা করে উপযুক্ত বেতন ভাতা দিয়ে যাচ্ছে সরকার।যেহেতু
শিক্ষকরাই জাতির মূল কর্ণধার,পরিবার থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করে যাচ্ছে শিক্ষকরাই।
শিক্ষকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলোদান করে যাচ্ছেন, তারই প্রিয় শিক্ষার্থীরা যেন শিক্ষকমণ্ডলীর প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকেন,শিক্ষকরা জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণের জন্যে উৎসর্গ করে,কিছুই চাওয়ার থাকেনা,চায় শুধু সম্মান,তাই সকল শিক্ষার্থীদের শিক্ষকমণ্ডলীর প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
Leave a Reply