দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভোগ্যপণ্য বিতরণী অনুষ্ঠানে “প্রধানমন্ত্রী আমার মা”তিনি না হলে আমি এমপি হতামনা বললেন সাংসদ মোস্তাফিজ।
আরও পড়ুন- বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত
২৮ সেপ্টেম্বর(বুধবার)দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ এর সঞ্চালনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভোগ্যপণ্য বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,(চট্টগ্রাম-১৬)বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি),বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী পৌরসভা মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,বাঁশখালী পৌরসভা যুব লীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ প্রমূখ।
অনুষ্ঠানে বাঁশখালী থানা অফিসার ওসি কামাল উদ্দিন বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের জন্যে দুর্গাপূজা ধর্মীয় একটি বড় উৎসব,এই উৎসবকে কেন্দ্র করে গত বছর কুমিল্লায় এক পূজা মণ্ডপে কুরআন অবমাননার ঘটনার কথা বিভিন্ন ফেইসবুক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাঁশখালীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।সেইদিন আমি বাঁশখালীতে নতুন ওসি হিসেবে যোগদান থানার চেয়ারেও বসতে পারিনি, হঠাৎ ঘটনার খবর পেয়ে আমি দ্রুত থানা বের হয়ে কয়েক হাজার উত্তেজিত জনতার মাঝে উপস্থিত হয়েছি এবং এই ঘটনাকে আমার অভিজ্ঞতার আলোকে শামাল দিতে সক্ষম হয়েছি।
আগামীতে যাতে এধরণের কোন অপশক্তি মাথা চড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।আশাকরি ইনশাআল্লাহ এধরণের কোন ঘটনা হতে পারবেনা।তবে এই জন্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে একটি টিম গঠন করা নির্দেশনা দেওয়া হয়েছে,সেই টিমের সাথে থানার একজন অফিসার থাকার কথা কিন্তু এখনো পর্যন্ত পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সেই টিমের লিস্ট আমাদের কাছে আসেনি।কেন দিচ্ছে না?টিম সদস্যের লিস্ট জমা না দিলে মনে করব হয়তো আপনাদের মধ্যে কোনে গোজামিল আছে সুতরাং পূজা পরিষদের একটি টিম গঠন করে টিম সদস্যদের লিস্ট থানায় জমা দিতে বলেন,এসময় ওসি আরো বলেন,পূজার সময় কিছু অসৎ মানুষ মদ পান করে মাতলামি করে এমন তথ্য অনেক।কিন্তু আমি আগেও বলেছি যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তাদেরকে ধরে শরীরের কোন কোন অঙ্গে রশি রশি বাঁধা যাই সেখানেই রশি বেঁধে পুলিশের গাড়ীর সাথে বেঁধে থানায় নিব।আর কেউ যদি তাদের ব্যাপারে সুপারিশ করতে থানায় আসে তাদেরকেও আটক করতে বাধ্য হব,এই বলে মাদকের ব্যাপারে সবাইকে হুশিয়ারি দেন ওসি কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সাংসদ মোস্তাফিজ বলেন,বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের প্রত্যেক ধর্মের মানুষ বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল,ঐক্য সেই আন্দোলনে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে “লাল সবুজ”বাংলাদেশ পেয়েছি,আর সেই বঙ্গবন্ধুর প্রতীক হচ্ছে নৌকা।দেশে নির্বাচন আসলে মুসলমানদের ভোট তিন ভাগে ভাগ হয়ে যায়,কিন্তু হিন্দুদের বোট নৌকা ছাড়া অন্য কোথাও যায়না।কখনো না!সুতরাং তাদের ধর্মীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠানকে সুন্দর স্বার্থক করতে প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন এমপি মোস্তাফিজ।
Leave a Reply