মৌলভীবাজারের জুড়ী উপজেলা-সদরের প্রাণকেন্দ্র বিজিবি ক্যাম্প চত্বর। শহরের প্রায় সব-ক'টি সড়ক এখানেই যুক্ত হয়েছে। এটি সদরের বেশ ব্যস্ততম ও প্রধান তিন সড়কের মোড়।
সদরে সর্বপ্রকার যাতায়াতে এ রাস্তার তেমন বিকল্প নেই।
কর্তৃপক্ষ'র বিভিন্ন কিসিম অজুহাতে কয়েকমাস থেকেই এখানে সর্বদা জমে আছে শহরের নোংরা ও আবর্জনামিশ্রিতো পানির পাশা-পাশি ড্রেনের পানিও, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকায় এমতাবস্থায়'ই
চলাচল করছে সবধরনের পরিবহণ।
পরিবহণ চলাকালীন সময়ে এখানের ময়লাযুক্ত পানি ছিটকে গিয়ে পড়ছে চলাচলকারী ও দোকানপাটে।
ড্রেনের ময়লা পানি মাড়িয়ে মসজিদে যেতে হচ্ছে মুসল্লিদের। চলাচল করতে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের।