আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গরীব অসহায় ২৭৭১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (৮ জুলাই) সকাল ৮ টা থেকে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল হক, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকের হোসেন প্রমুখ।
চাল বিতরণকালে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. আসহাব উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার গরীব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থ বছরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৭৭১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।’
Leave a Reply