আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):
নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বড় ধরণের কোন দুর্ঘটনা ছাড়াই সুষ্টুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মোরগ প্রতীকে ৮৮৯ ভোটে সাবেক ছাত্রনেতা,তরুণ সমাজসেবক,মরহুম প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফেজ এর কনিষ্ঠ সন্তান জনাব, মনিরুল মান্নান চৌধুরী বিপুল ভোটে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মুছা পেয়েছেন ৬৮৯ ভোট।
Leave a Reply