আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলায় নবম ধাপে ১৫ জুন অনুষ্ঠিতব্য পুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনকে ইউনিয়ন বাসির পক্ষ থেকে এক বিশাল নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫জুন ইউপি নির্বাচনের মধ্যে বাঁশখালী উপজেলার সবার আলোচিত ইউনিয়ন ছিল এই পুকুরিয়া ইউনিয়ন।বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ১লা জুলাই -শুক্রবার সন্ধ্যায় তাকে এই গণ-সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিটি ওয়ার্ড থেকে আগত হাজার হাজার ইউনিয়নবাসী তোরণ, ব্যানার, ফেস্টুন ও ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ করে নেয়।শুক্রবার (১লা জুলাই )সন্ধ্যায় পশ্চিম পুকুরিয়ার তেচ্ছিপাড়ার মাদ্রাসায়ে ওসমানিয়া(রাঃ)হাফেজিয়া ও এতিমখানার মাঠ প্রাঙ্গণে নব-নির্বাচিত চেয়ারম্যানকে এই গণ-সংবর্ধনার আয়োজন করা হয়।
মাওলানা মুহাম্মাদ জাফরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক, এসময় আরও উপস্থিত ছিলেন (সংবর্ধিত) ইউপি সদস্য, এমদাদ উল্লাহ, হাবিবুর রহমান মিয়া,আমজাদ হোসেন, মনির উদ্দিন ময়ুর,ফরিদ উদ্দিন, ফারুকুজ্জামান,মান্নান চৌধুরী, মামুনুর রশীদ, রয়ন জান্নাত, কনেতুল জান্নাত মিয়াজি নিলু,জাহানারা বেগম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পলাশ চৌধুরী, নুরুল আজিম, গিয়াসউদ্দিন, রেজাউল করিম, মুহাম্মদ ইউনুস চৌধুরী, রেজাউল করিম প্রমুখ।
এসময় পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বলেন, আমাকে আপনারা যারা ভালোবেশে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে আপনাদের খেদমত করার দায়িত্ব দিয়েছেন, সে জন্য আমি আমার প্রাণ প্রিয় পুকুরিয়া বাসীর কাছে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি আপনাদের ও এই ইউনিয়নের সবসময় কল্যাণের জন্য কাজ করে যাবো। পূর্বের অসমাপ্ত কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ, ক্রোধ, হিংসা ভুলে পাড়া,মহল্লা,গ্রাম,ইউনিয়ন উন্নয়নে অবদান রাখি।সকলে মিলে ধৈর্য্য ধারণ করি এবং শান্তিপূর্ণ একটি সুন্দর, মডেল ১নং পুকুরিয়া ইউনিয়নকে আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। সমগ্র বাংলাদেশের মধ্যে এই ইউনিয়নটি গর্বের সাথে মাথা উঁচু করে একটি আধুনিক রোল মডেল ইউনিয়নে অবস্থানে উপনীত হোক এ প্রত্যাশা আমার।