নিউজ ডেস্ক :
পুকুরিয়া ইউনিয়নের গণমানুষের নেতা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে বুধবার(০১ জুন) ৪নং ওয়ার্ডে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক রুপ নেয় বিশাল জনসভায় ।
পুকুরিয়ার জনগণের স্বতঃস্ফূর্ত গণজমায়েত, সর্বস্থরের জনসাধারণের ভালবাসাই প্রমাণ করে পুকুরিয়ার সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন।গনজমায়েতে জনসাধারণের স্লোগানে স্লোগানে মুখরিত , পুকুরিয়ায় বার বার আসহাব উদ্দিনের দরকার। আসহাব উদ্দিন মানেই পুকুরিয়ার জনগণের অতন্দ্র প্রহরী।আনারস মানেই উন্নয়ন।
বিজয়ের প্রতীক আনারস। সর্বস্তরের পুকুরিয়ার প্রতীক আনারস। উন্নয়নের প্রতীক আনারস। আগামী ১৫ জুন সারাদিন আনারস মার্কায় ভোট দিন – এমন স্লোগানে পথসভা বিশাল জমনসভায় রুপ নেয়।
Leave a Reply