নিউজ ডেস্ক :
অবশেষে নানা জল্পনার পর প্রকাশ্যে আসল ২২তম রাষ্ট্রপতির নাম। দুদকের সাবেক কমিশনার মো.সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার । সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের নাম ঘোষণা করেন ।
এর আগে একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে কর্মজীবনে সাহাবুদ্দিন চুপ্পু আইন পেশায় যোগ দেন। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮২ সালে ক্যাডারের (বিচার) জন্য নির্বাচিত হয়ে সহকারী জজ পদে যোগ দেন।অবশেষে ২০০৬ সালে তিনি যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করে অবসরে যান।
Leave a Reply