দূর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তার। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের দুইজনকে ৮ সাপ্তাহের জন্য জামিন দেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সিনিয়র বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী এবং তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক আব্দুল মালেক এই মামলা দায়ের করেন।
দুদকের দায়েরকৃত ওই মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে বিজ্ঞ- আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুদকের দায়েরকৃত ওই মামলায় লিয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আট সপ্তাহের জন্য জামিন আদেশ দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা লিয়াকত আলী জানান, দুদকের দায়েরকৃত মামলায় আমি এবং আমার স্ত্রী জেসমিন আক্তার ৮ সপ্তাহের জামিন পেয়েছি। আওয়ামী লীগের স্বৈরশাসন আমলের গায়েবী মামলার মতো আমি ও আমার পরিবারকে হয়রানি করার কূমানসে দুদক এই মামলা দিয়েছে। হাসিনা সরকারের আমলে আমার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি -ধমকি দিয়ে আসছিল দুদক। কিন্তু আমি যেহেতু অবৈধ সম্পদ অর্জন করিনাই সেহেতু তাদের হুমকি ধমকিতে আমি শঙ্কিত ছিলামনা। দুদকের দায়ের করা এই মামলা যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানি মুলুক তা বাঁশখালীর মানুষ সবাই ভালো ভাবেই জানে। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি ও আমার স্ত্রী জেসমিন আক্তার হাইকোর্টে বিজ্ঞ-কৌশলীর মাধ্যমে জামিন আবেদন করি, এতে মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করে ৮ সপ্তাহের জন্য জামিন আদেশ দিয়েছে বলে জানান বিএনপি নেতা লিয়াকত।
উল্লেখ, গত ১৭ সেপ্টেম্বর দূর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক এই মামলা দায়ের করেন। মামলায় ১ নং আসামী জেসমিন আক্তার ও ২ নং আসামী করা হয় বিএনপি নেতা লিয়াকত আলীকে। উক্ত মামলায় হাইকোর্টের সিনিয়র বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ আট সপ্তাহের জন্য আসামী দ্বয়ের জামিন আদেশ দেন।
এদিকে বিএনপি নেতা লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে হাইকোর্ট জামিন দেয়ার খবর ছড়িয়ে পড়ায় লেয়াকত আলীর সমর্থিত বিএনপি নেতা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply