নিজস্ব প্রতিবেদকঃঃ বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন শাখার ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সমর্থকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (৫ অক্টোবর) বিকেল ৩টায় প্রবীণ ও ত্যাগি আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন তালুকদারের বাসবভনে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন বি.কম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আখতার উদ্দিন তালুকদার, সামশুল আলম সওদাগর, ইদ্রিস খান, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন খান, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি এনাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম দুলাল, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগঠক শেখ মহিউদ্দিন।
দীর্ঘ পাঁচ ঘন্টার এই মতবিনিময় সভা আওয়ামীলীগের অবহেলিত, নিপীড়িত ও ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
এতে আরও বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড সভাপতি জফুর আলম ২ নং ওয়ার্ড সভাপতি সালেহ জহুর, ৩ নং ওয়ার্ড এর নেতা মোহাম্মদ শহীদ হোসেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আকবর আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ আবু সায়িদ সিদ্দিকী।
আরও ছিলেন ঈদু আলম, মোহাম্মদ মিয়া, আবুল মনছুর, মোহাম্মদ লোকমান, দীপক বড়ুয়া, লোকমান খান, জহির আলম, মোহাম্মদ নুরুল আলম, আবুল কাসেম খান, মুজিবুর রহমান, শিবু বড়ুয়া, মোহাম্মদ ছদরুল আলম, মোহাম্মদ এজাহার মিয়া, ছৈয়দুল হক খান, মোহাম্মদ হোসেন, শামসুল আলম দুলাল, এমরান হোসেন পারভেছ, জসিম উদ্দিন, মোহাম্মদ টিটু, মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মহসিন রেজভি, সেচ্ছাসেবকলীগ নেতা ওয়াহিদুর রহমান মিন্টু, যুবলীগ নেতা দিদারুল ইসলাম নোটন, মোহাম্মদ লিটন খান, ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন খান, আসিফ উদ্দিন তালুকদার, সাইফুল বশর সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের গঠণতন্ত্রের আলোকে ওয়ার্ড থেকে ইউনিয়নে ত্যাগী, পরিক্ষীত, আদর্শিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কোন বিকল্প নেই।
সভায় জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সদয় অবগতির জন্য জানানো হয় যে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোন কমিটি গঠন করলে দল অনেক বেশী ক্ষতিগ্রস্ত হবে যা কাম্য নয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বোয়ালখালী উপজেলার অন্যতম ইউনিট চরণদ্বীপের সকল নেতাকর্মীদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে উপজেলার নির্দেশনা সাপেক্ষে আসন্ন ওয়ার্ড সম্মেলন পরবর্তী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের জন্য নিজেদের সংগঠিত করার লক্ষ্যে প্রস্তুতি নিতে বলেন।