দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ড (বাঁশখালী) থেকে ১০ জন সদস্য পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছে,সোমবার প্রতীক বরাদ্দকালে প্রত্যাশিত প্রতীক”ক্রিকেট ব্যাট”মার্কা পেয়ে আনন্দিত অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
আরো পড়ুন-দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ-এ যুক্ত হলো চট্টগ্রাম বিভাগের একঝাঁক মেধাবী সংবাদকর্মী
২৬ সেপ্টেম্বর(সোমবার)চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক নিতে ভীড় জমাতে প্রার্থীরা।সকাল দশটা থেকে শুরু প্রতীক বরাদ্দ।বাঁশখালী থেকে এই নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছে নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।এরই মধ্যে প্রত্যাশিত প্রতীক ক্রিকেট ব্যাট পেয়ে খুবই আনন্দিত আওয়ামীলীগ নেতা বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
আরো পড়ুন- প্রবীণ আলেমে-দ্বীন মজলুম মাওলানা ওমর ফারুক’র ১ম মৃত্যু বার্ষিকী ও স্বরণসভা অনুষ্ঠিত
অন্যান্য প্রার্থীরা হলেন- শীলকূপের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহ-সভাপতি,বাঁশখালী উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক সিকদার (উট পাখি মার্কা),সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মৌলভী নুর হোসেন(টিফিন ক্যারিয়া),পৌরসভা যুব লীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ(বক মার্কা),দৈনিক আজাদী পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা(ঘুড়ি মার্কা),ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি(সিএনজি মার্কা),ছনুয়া ইউপির মোঃ আলমগীর(টিউবওয়েল মার্কা),মোঃ,খালেকুজ্জামান(তালা মার্কা),আব্দুল আজিজ(বৈদ্যুতিক পাখা),শাহাদাত হোসেন চৌধুরী (হাতি মার্কা) নিয়ে এবারের চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
Leave a Reply