সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত এর উদ্দ্যোগে উপকারভোগী মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বুধবার(১0 আগষ্ট) দুপুর 2 ঘটিকায় এম জে কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি জুবের আহমদ এর সভাপতিত্বে ও আশরাফুজ্জামান রিশাদে এর পরিচালনায় এক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা,বিয়ানীবাজার জনকল্যান সংস্থা ইউ এ ই প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:তাজুল ইসলাম, সমাজকর্মী ওয়ালিদ মাহমুদ,হাজী নামর আলী,আনোয়ার হোসেন মঞ্জু,শামীম আহমদ,আবুল খায়ের প্রমুখ
সভায় প্রধান অতিথি বলেন,জুড়ী উপজেলার ইতিমধ্যে দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্হ হয়েছেন তাদের কে পুনর্বাসন করার দায়িত্ব সরকারের।তবে সরকার দেয়া শেষ হলে যদি কেউ বাকি থাকে তাদেরকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো।