সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের কৃতি সন্তান ও শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী সৈয়দা মারজানা রাজ্জাক ( এমএসএস) ইউনিভার্সিটি অব ক্যানসাস , যুক্তরাষ্ট্রে পিএইচডি তে সুযোগ পাওয়ায়
সম্বর্ধনা দেয়া হয়েছে।
আজ বুধবার(২৮ শে জুলাই) বিকেলে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান হাজী মাছুম রেজা'র সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এর উপস্হাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা মারজানা রাজ্জাক এর পিতা সৈয়দ আব্দুর রাজ্জাক ফখরু,জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব খলিলুর রহমান,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা,মৌলভীবাজার জেলার সুনামধন্য এনজিএ সাকো' র নির্বাহী পরিচালক শামীম আহমদ,হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম,
গ্রামীণ ব্যাংকের উপপরিচালক (অবঃ) মোঃ মুজিবুর রহমান,
জুড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
উপস্হিত ছিলেন সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ তুতিউর রহমান,জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বদরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য রোশনা বেগম,ইউপি সদস্য জাকির হোসেন মনির, সংবাদকর্মী সালমান হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রিংকু রঞ্জন দাশ বলেন,আমি এ ধরণের একজন মেধাবী গুণি মানুষের সংবর্ধনা অনুষ্টান উপস্হিত থাকতে পারায় নিজেকে ধন্য মনে করি।ছোট পরিসরে বিশাল এক মহৎ অনুষ্টান আয়োজন করায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,ভবিষ্যতে মারজানা জুড়ী উপজেলার সুনাম বয়ে আনবে এ আশা করি।
সম্বর্ধিত সৈয়দ মারজানা রাজ্জাক তার বক্তব্যে বলেন,আমি ঢাকায় জন্মগ্রহণ করে থাকলে ও জুড়ী আমার মাটির ঠিকানা। জুড়ীবাসীর মুখ উজ্জ্বল করে তুলতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে যেকোনো কর্মকান্ডে আমাকে যুক্ত করবেন।আমি অনলাইন অথবা সরাসরি যেকোনো ভালো কাজে বিদেশ থেকে ও যুক্ত থাকতে চাই।আজ জুড়ীবাসী আমাকে যে সম্মান দিয়ে বিদায় দিচ্ছে কোনোদিন তা ভুলতে পারবো না।
সভাপতির বক্তব্যে মাছুম রেজা বলেন, মারজানা আমেরিকা থেকে পিএইচডি শেষ করে গৌরবের সাথে দেশে এসে জুড়ীর সম্মান বাড়াবে।আমরা ও সারা উপজেলাবাসী নিয়ে বরণ করবো এ আশা করি
সভার শুরুতে জুড়ী উপজেলাবাসীর পক্ষ থেকে সৈয়দ মারজানা রাজ্জাক কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভা শেষে অতিথিরা মারজানা কে সংবর্ধনা স্মারক তুলে দেন।
উল্লেখ্য -সৈয়দা মারজানা রাজ্জাক জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বনাথপুর গ্রাম নিবাসী, বাংলাদেশ রাইফেলস তথা বর্তমান বিজিবি'র সাবেক উপ-মহাপরিচালক মরহুম সৈয়দ আব্দুর রব এর ভাতিজি।