সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভবাজার জেলার জুড়ী উপজেলায় রাহমা বিজনেস্ গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৯ জুলাই শনিবার দুপুর ২ ঘটিকার সময় ডাচ্ বাংলা ব্যাংকে, রাহমা বিজনেস্ গ্রুপের পক্ষ থেকে ৫০০ জন বন্যার্ত অসহায় মানুষের মাঝে ৫ শত টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন রাহমা বিজনেস্ গ্রুপের চেয়ারম্যান এম এ আজিদ,সহ সভাপতি,সালেক আহমদ।রুমেক,সাধারণ সম্পাদক,আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক, হাফিজুর রহমান, জুড়ী উপজেলা আওয়ামি যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ,জুড়ী উপজেলা ছাত্রলীগ এর সাবেক ছাত্রনেতা,সুমন আহম, গনমাধ্যম কর্মি সালমান হোসেন প্রমুখ।