সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
দীর্ঘদিনের অসহনীয় ভোগান্তি। কোনোভাবেই হচ্ছে না এর সমাধান। দিনদিন বাড়ছে হয়রানি।
অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা কোনো অভিযোগ নিয়ে গেলে কর্তৃপক্ষ কোনো পাত্তা’ই দেন না। মিটার দেখে বিলপত্র প্রদান না করায়, একেকটা বিলপত্রে দ্বিগুণ-তিনগুণ বাড়তি বিল করে দেয়া হচ্ছে।
বিলপত্রে দেয়া ইউনিট ও মিটারে জমা ইউনিটের সাথে কোনো মিল নেই। বর্তমান এ আধুনিক, যান্ত্রিক ও সভ্য যুগে পিডিবি কর্মকর্তাদের গাফিলতি আর ভূতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তি আর হয়রানির শিকার হয়ে, গ্রাহকরা নিরূপায় অবস্থায় বিলপত্র নিয়ে দুয়ারে-দুয়ারে ঘুরতে হবে সেটা ভাবতেও অবাক লাগে। চরম এ দুর্ভোগের পরিত্রাণ চায় ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার ১৮ আগস্ট মৌলভীবাজারের জুড়ী উপজেলা নাইট চৌমুহনীতে স্থানীয় ভুক্তভোগীদের আয়োজনে এক মানববন্ধনে বিলপত্র হাতে নিয়ে এসব অনিয়মের কথা তুলে ধরেন মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
Leave a Reply