সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র নৃ গোষ্টির মধ্যে শিক্ষা উপকরণ ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
আজ ১০ জুন শুক্রবার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,সহকারী কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান,জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সাংগঠনিক সম্পাদক মো শাহ আলম প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ” শীর্ষক কর্মসূচি ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত উপজেলার ক্ষুদ্র নৃ – গোষ্টির ছাত্র – ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি এঁর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্টানের মধ্যে এসব চেক বিতরন করা হয়।
Leave a Reply