সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ—একজন রাজনীতিক হিসেবে এর সব কটির সম্মিলন জাতি দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে, যা সহজেই তাঁকে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে।
আজ শোকের দিনে বাঙালি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল নির্বাহি অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে একাডেমী সুপারভাইজার আলাউদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক,বিশেষ অতিথি বক্তব্য রাখেন রতন কুমার অধিকারী, মাসুক মিয়া ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামী লীগ,রিংকু রঞ্জন দাস ভাইস-চেয়ারম্যান উপর,জসীম উদ্দীন কৃষি কর্মকর্তা,সঞ্জয় চক্রবর্তী অফিসার ইনচার্জ, জুড়ী থানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ উপজেলা সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম সংবাদকর্মী সাইফুল ইসলাম সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ,উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ খান রাব্বি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মিদুল কান্তি দে,রেন্জ কর্মকর্তা আলা উদ্দিন,শিক্ষা কর্মকর্তা মো:মহিউদ্দিন আহমদ ভূঁইয়া,তপন কান্তি সূত্রধর,পল্লী উন্নয়ন কর্মকর্তা, রফিকুল ইসলাম জনস্বাস্থ্য কর্মকর্তা, ইউ আর সি আবু রাইহান,আনসার ভিডিবি কর্মকর্তা আব্দুল মালিকসহ মুক্তিযোদ্বাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা বাকি বিল্লাহ।