মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকাবস্থায় গত মঙ্গলবার নগরীর পাঁচলাইশস্থ বেসরকারি হসপিটাল ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম (শহীদ)। মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় চট্টগ্রামের লালদিঘি মাঠে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং (বুধবার) সকাল ১১ টায় বাঁশখালীর খানখানাবাদে নিজ বাড়ী এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে আখেরী নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো (৩৮)।
জানাজায় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জহুরুল ইসলাম চৌধুরী (আলমগীর), চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ও দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), বিএনপি নেতা দেলোয়ার আজিম, এডভোকেট দৌলত আকবর চৌধুরী, সাইফুল ইসলাম, নেজাম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ অসংখ্য মুসল্লীরা। উপস্থিত নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।