বাঁশখালীর ছনুয়া আনওয়ারুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা ইউনুছের জানাযা গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর খুদুকখালী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মাওলানা ইউনুছ দক্ষিণ বাঁশখালীর একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। তিনি সুদীর্ঘ ৫০ বছর প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান ছনুয়া আনওয়ারুল উলুম মাদরাসায় শিক্ষাকতা করেন এবং একই মাদরাসায় তিনি দীর্ঘ ১৪ বছর মুহতামিমের (পরিচালক) দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩৮ সালে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল জলিল। মৃত্যকালে তিনি ১ পুত্র ও ২ কন্যা রেখে যান।মরহুমের জানাযায় কয়েক হাজার মানুুষ অংশগ্রহণ করেন।