দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
(ইসলামী দলগুলোর ঐক্য ছাড়া ইসলামী বিপ্লব সম্ভব নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে মুফতি ইজহার চৌধুরী)
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান চট্টগ্রাম প্রেসক্লাব হলরুমে নেজামে ইসলাম পার্টির মহানগরীর আমীর আল্লামা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী এবং সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস ও আদর্শ রাস্ট্র গঠনের চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি।
তিনি বলেন, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নানা ভাবে বহুমুখী ষড়যন্ত্র চালাচ্ছে, ভারতের আগ্রাসী মুলুক কর্মকাণ্ড ও তাদের সকল ষড়যন্ত্রকে এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা বুকে ধারণ করে আগামীতে আদর্শ রাষ্ট্র গঠনে দেশে আদর্শ নাগরিক গড়ে তোলতে হবে, আর আদর্শ রাষ্ট্র গঠন ও আদর্শ নাগরিক গড়ে তোলতে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশী-বিদেশী ষড়যন্ত্র ছিন্নভিন্ন হয়ে পড়বে।
ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে কি হবে না, এ বিষয়ে আমি মন্তব্য না করে ইসলামী শক্তির জানান দিতে ইসলামী দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্রের মোকাবেলা করতে সকলকে সতর্ক থাকতে হবে। ইসলামী ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা কোনো ভাবেই যে সম্ভব নয় তা ভারতের উগ্রবাদী সরকার খুব ভালো করেই জানে, তাই তারা এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইসলামী দল গুলোকে মৌলবাদী ট্যাগ দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কখনো মৌলবাদ, কখনো আইএসের উত্থানের নাটক সাজিয়ে এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য চেষ্টায় লিপ্ত রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের মিড়িয়া গুলো এদেশের বিরুদ্ধে প্রতিনিয়তই মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। তাদের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়া ও গণমাধ্যম গুলোকে সক্রিয় ও সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশ ও জাতির স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভারতের ভুয়া মিডিয়ার অপপ্রচারের জবাব দিতে হবে, যাতে বিশ্বের কাছে স্পষ্ট হয়ে যায় এদেশের বিরুদ্ধে ভারতের সেই মিড়িয়া গুলোর অপপ্রচারের বিষয়টি।
Leave a Reply