আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রাম জেলা পরিষদের ১৩নং ওয়ার্ড বাঁশখালী হতে সদস্য প্রার্থী সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রচার প্রচারনা ও গনসংযোগে সবার মাঝে সাড়া জাগিয়েছে । দীর্ঘ সময় ধরে বাঁশখালীররপ্রতিটি অলি গলিতে গনমাধ্যম কর্মী হিসাবে ঘুরে বেড়ানো
সাংবাদিক কল্যাণ বড়ুয়া আগামী ১৭অক্টোবর অনুষ্টিতব্য নির্বাচনে ঘুড়ি প্রতীক নিয়ে প্রাতদ্বন্দিতা করছে । চট্টগ্রাম ১৩নং ওয়ার্ড বাঁশখালীতে সদস্য প্রার্থী ১০ প্রার্থী অংশ গ্রহন করছেন । অপর প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নিলেও ব্যক্তি ইমেজ ও সাধারন জনগনের অধিকার, সমবন্টন নিশ্চিত, করার প্রত্যয় নিয়ে সাধারন জনগনের/ভোটারদের ডাকে সাড়া দিয়ে দেশ ও জনগনের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে নিয়ে প্রার্থী হয়েছেন । এবার নির্বাচনে প্রার্থী হিসাবে কল্যাণ বড়ুয়া বলেন
মাদকমুক্ত, পক্ষপাতমুক্ত,ন্যায় পরায়ন সমাজ ব্যবস্থা গঠনে আপনাদের সহযোগি হয়ে কাজ কবর । দেশ ও জনহিতকর যে কোন কাজে আমাকে আপনাদের পাশে পাবেন সবসময় । জয় হবে মানবতার, জয় হবে সততার, জয় হবে নীতিবান জনপ্রতিনিধিদের । তিনি বলেন বিনিময়হীন ভালবেসে রায় দিন ~ঘুড়ি মার্কা বেঁচে নিন,আমাকে একবার ভালবাসা দিন,আমি আজীবন শ্রদ্ধা ও সন্মান দেব। আমাকে একটা দিন সময় দিন,আমি ৫ বছর আপনাদের জন্য সময় দেব।বিনিময় ছাড়া একবার ভোট দিন,সারাজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।' তিনি আরো বলেন আমাকে একবার সুযোগ দিন আমি সকল ভেদাভেদ ভুলে আপনপদের সাথে নিয়ে অবহেলিত এলাকাকে প্রধান্য দিয়ে উন্নয়ন নিশ্চিত করব ।তারই আলোকে আমাকে একবার রায় দিয়ে কাজ করার সুযোগ দিন।