চট্টগ্রাম প্রতিনিধিঃঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগামী শনিবার (২৫ জুন) বিকাল ৪টা থেকে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, কনসার্টে অংশগ্রহণ করবে জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, নাটাই, সাসটেইন ও স্থানীয় সংগীত শিল্পীবৃন্দ।
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে একই জায়গায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা সাতটায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।’