মুহাম্মদ দিদার হোসাইনঃ
সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে চট্টগ্রামের বাঁশখালী গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩-২ গোলে জয়লাভ করেছে মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার পশ্চিম গুনাগরী লাবুর দোকান সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। খেলায় উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আজিম চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, মঈনুল হক চৌধুরী পলাশ, এড. আজিজুল হক, গিয়াস কামালল চৌধুরী, তমিজ উদ্দীন, আব্দুল আলীম, ইসলামুল হক মাসুদ, মাস্টার লোকমান হাকিম, তানভীর খলিল রকি, জিয়াউল হাসান হোসাইনী, এম.এস পারভেজ, মো. নূরুল্লাহ, হামিদুর রহমান, এড. মিজানুর রহমান, মো. আদনান, আতিকুর রহমান সুৃমন, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রমূখ।
ফাইনাল খেলায় দুই শক্তিশালী ফুটবল ম্যাচ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ বনাম পশ্চিম গুনাগরী ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মধ্যে দুই দল পরষ্পরের বিরুদ্ধে কোনো ধরনের গোল করতে না পারায় রেফারি বাঁশিতেই খেলার নির্ধারিত সময় শেষ হয়। পরে ট্রাইবেকারে পশ্চিম গুনাগরী ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে জয়লাভ করেছে মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ।
Leave a Reply